হাফিজুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে র্যাব-১২’র মাদক বিরোধী অভিযানে ১৩৬ লিটার চোলাইমদসহ মানিক মিয়া(৩৩) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে স্পেশাল কোম্পানী, র্যাব-১২ সিরাজগঞ্জ এর একটি আভিযানিক দল।
সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে স্পেশাল কোম্পানী র্যাব-১২, সিরাজগঞ্জ এর কোম্পানী কমান্ডার এএসপি মোঃ শফিকুর রহমান।
তিনি বলেন আটককৃত মানিক মিয়া সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার আজগাড়া গ্রামের বদরুল প্রামানিকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, তিনি আরো বলেন গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানাধীন সগুনা গ্রামস্থ সগুনা চৌরাস্তার পূর্বপাশে জনৈক আব্দুল লতিফ এর বসতবাড়ীর দক্ষিণ পাশে রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
এ সময় তার হেফাজতে ১৩৬ লিটার চোলাইমদ ও ১ টি মোবাইলসেট উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত আলামত ও আটক আসামীর বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।