সৈয়দ রুবেল, ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠি জেলায় নতুন করে আরও ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলায় এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা হলো ২২ জন।
সর্বশেষ আক্রান্ত ৩ জনের মধ্যে কাঁঠালিয়া উপজেলায় হুমায়ূন কবীর ও আব্দুর রহিম এবং রাজাপুর উপজেলায় কর্মরত ১জন কৃষি বিভাগের কর্মকর্তা আবুল বাসার।
১৮/০৫/২০২০ইং তারিখ সোমবার পর্যন্ত জেলায় ৭২৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এবং ৬৩৯ জনের রিপোর্ট এসেছে। এদের মধ্যে ২২ জনের রিপোর্ট পজেটিভ ও ৬১৭ জনের নেগেটিভ রিপোর্ট এসেছে।
ঝালকাঠির সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হাওলাদার জানায়,জেলায় এ পর্যন্ত ১০৪২ জন হোম কোয়ারেন্টাইনে ছিল। তাদের মধ্যে ৮৯০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
Please follow and like us: