বিধান রায়,স্টাফ রিপোর্টারঃ
টাঙ্গাইলের দেলদুয়ারে সোমবার ১৮ মে রির্পোট পাওয়া পর্যন্ত নতুন করে কন্যা শিশু সহ ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । এ ঘটনায়
নতুন করে ৪ টি বাড়ি লকডাউন ঘোষণা করেছে দেলদুয়ার উপজেলা প্রশাসন । এ নিয়ে উপজেলায় করোনা ভাইরাস আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাড়ালো ১৪ জন ।
দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, নতুন করোন ভাইরাস শনাক্ত ব্যক্তিরা হলেন উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের মুন্সিনগর গ্রামের এক কন্যা শিশু সহ দুই জন। তারা দু’জন সম্পর্কে নানা ও নাতনী বলে জানা গেছে।
তাদের মধ্যে নানা’র বয়স ৫০ বছর এবং নাতনীর বয়স সাড়ে ৩ বছর । দুই জনই ঢাকা থেকে ফেরত এসেছেন। করোনা শনাক্ত অপর দুই ব্যক্তি হলেন গার্মেন্টস কর্মী। এদের মধ্যে এক জন হলেন দেউলি ইউনিয়নের বেতরাইল গ্রামের । তার বয়স ২৫ বছর। অপর আরেক জন হলেন ডুবাইল ইউনিয়নের ডুবাইল উত্তরপাড়া গ্রামের। গামেন্টসকর্মীরা ঢাকার গার্মেন্টস ফ্যাক্টরীতে কাজ করতেন বলে জানা যায়। মাত্র কয়েক দিন আগেই তারা বাড়ি আসেন ।
তথ্য নিশ্চিত করে এ ব্যাপারে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া জানান, সোমবার ১৮ মে
রিপোর্ট পাওয়া পর্যন্ত উপজেলায় নতুন করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে । সে কারনে উপজেলায় নতুন করে চার বাড়ি লকডাউন
ঘোষণা করা হয়েছে ।
তিনি আরও জানান এ যাবত উপজেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা দাড়ালো ১৪ জনে । এ যাবত মোট নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ২৫৫ জন ব্যক্তির এদের মধ্যে ২৪১ জনের রির্পোট পাওয়া গেছে । বাকী ১৪ জনের রির্পোট এখনো আসেনি।