মোঃ সাইফুল ইসলাম:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের মনমথ গ্রামে করোনা ভাইরাস উপসর্গ নিয়ে মৃত্যু বরণ করায় কেউ তাকে দাফন করতে আসেনি।
এমনকি কবর টুকুও খুরতে আসেনি কোনো এলাকাবাসী, পরে মৃত ব্যাক্তির লাশ নিয়ে আসেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটি ।
নিয়ে আসা মৃত ব্যাক্তির লাশের, জানাজা, কবর খোড়া ও দাফন সম্পন্ন করেন উপজেলা করোনা প্রতিরোধ কমিটির মেডিকেল টিম।
তার শেষ যাত্রায় তাকে বিদায় দিতে আসেনি তার কোন আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্খী ও পাড়া প্রতিবেশি।
শুধু তাই নয় দাফনের সময় তার পাশে ছিলনা তার প্রিয় পরিবার- পরিজন, সে কারমাইকেল কলেজের ব্যবস্থাপনা বিভাগের (২০১০-২০১১ ) শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন তার নাম মেহেরুন নেছা মিনু। মেহরুন উপজেলার সরবান্দ ইউনিয়নের পূর্ব বাছহাটি গ্রামের মঞ্জু সরদারের মেয়ে।
সে করোনা উপসর্গ নিয়ে রবিবার দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গিয়েছেন।
তার লাশ সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গায় শুশুর বাড়িতে দাফন সম্পুর্ণ করা হয়েছে ।
করোনা ভাইরাসে তার মৃত্যু হওয়ার গুজবে সবাই ভয়ে এলাকা ছেড়ে পালিয়ে ছেন।