শুভ চৌহান মধুপুর,উপজেলা প্রতিনিধিঃ
মধুপুর চাড়ালজানি সার্বজ্জনীন দূর্গা মন্দিরে প্রতি বছর বাসন্তীপুজার অষ্টমী তিথীতে বটতলা ঘাটে যে পূণ্যস্নান অনুষ্ঠিত হয় এবার করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জন্য অনুষ্ঠিত হবে না৷ পূণ্যার্থী সনাতন ধর্মালম্বীদের চাড়ালজানি বটতলা ঘাটে পূণ্যস্নান না করার জন্য অনুরোধ করা হল।
উল্লেখ্য যে, অষ্টমী স্নানের ন্যায় অন্নপূর্ণা পুজাও অনুষ্ঠিত হবে না৷এব্যাপারে মধুপুর চাড়ালজানি দূর্গামন্দির কমিটির সভাপতি নিত্যানন্দ দে জানান করোনার প্রাদুর্ভাব এর কারনে সারাদেশের ন্যায় আমরাও পূজা পার্বন বন্ধ রেখেছে, সে সকল সনাতন ধর্মালম্বী দের অনুরোধ জানান সবাই যেন লকডাউন এ থাকেন।
Please follow and like us: