হাফিজুর রহমান সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সময়ের সংবাদ ডট কম:
ফয়সাল আহমেদ ফরহাদ সহ-সভাপতি বাংলাদেশ ছাত্রলীগ চান্দাইকোনা ইউনিয়ন শাখা সভাপত্বিতে বাংলাদেশ ছাত্রলীগ কে.এম নওশাদ হোসেন মনি গণশিক্ষা বিষয়ক উপসম্পাদক উদ্যোগে সিরাজগঞ্জ জেলা শাখা ছাত্রলীগ, উপজেলা ছাত্রলীগ ,ইউনিয়ন ছাত্রলীগ সহ ছাত্রলীগ এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সহযোগিতায় মহামারী করোনা ভাইরাস নির্মূলে মাক্স, জীবাণুনাশক স্প্রে ও ক্ষার যুক্ত সাবান বিতরণ করা হয়।
এ বিষয়ে মো: ফয়সাল আহমেদ ফরহাদ বলেন আমরা বর্তমানে রায়গঞ্জ উপজেলার সকল মসজিদ ও আশেপাশের জনবহুল স্থানে এই জীবাণুনাশক স্প্রে ও ক্ষারযুক্ত সাবান ও মাক্স বিতরণ করছি। রায়গঞ্জ উপজেলা শেষ হলে আশেপাশের এলাকায় এই কার্যক্রম শুরু করব।প্রধানমন্ত্রীর নির্দেশে যতদিন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে ততদিন পর্যন্ত আমরা ছাত্রলীগের সদস্যরা এই কার্যক্রম চালিয়ে যাব।
তিনি আরো বলেন, দেশের এই পরিস্থিতিতে আমাদের দলবল নির্বিশেষে দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে সকলকে এগিয়ে আসা প্রয়োজন।
এ সময় অন্যান্যদের মধ্যে রায়গঞ্জ উপজেলার স্থানীয় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন