গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
বর্ণাঢ্য আয়োজনে চলনবিলের তাড়াশে জয়যাত্রা টেলিভিশনের ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ লক্ষে শুক্রবার সকালে একটি বিশাল র্যালী তাড়াশ প্রেসক্লাব চত্বর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর তাড়াশ প্রেসক্লাব হলরুমে কেক কাটা শেষে প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাব্বির আহাম্মেদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাক্ষ মনিরুজ্জামান মনি। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, ওসি মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন, সাপ্তাহিক চলনবিল বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাহেদ খান জয় প্রমূখ। বক্তার জয়যাত্রা টেলিভিশনের বিগত এক বছরের বিভিন্ন সংবাদ ও অনুষ্ঠান মালার ভ‚য়সী প্রসংশা করেন।