গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে- উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে একটি র্যালী তাড়াশ থানা চত্তর থেকে বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে থানা হলরুমে কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি গাজী এস.এম. আব্দুর রাজ্জাকের সভাপতিতে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) এলাকার সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ।
আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মনিরুজ্জামান মনি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওবায়দুল্লাহ, ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, ওসি (তদন্ত) মো. মোয়াজ্জেম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সঞ্জিত কর্মকার, কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন প্রমুখ।