গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে জলাতংক নির্মূলে কুকুরের টিকা দেয়া হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় বৃহস্পতিবার দিনভর উপজেলার বিভিন্ন হাট-বাজার ও প্রত্যন্ত গ্রামাঞ্চলের কুকুর ধরে এ টিকা (প্রতিষেধক) দেয়া হয়।
টিকাদান কর্মসূচির টিম লিডার রমজান আলী জানান, ২০২২ সালের মধ্যে দেশ থেকে জলাতংক নির্মূলে কাজ করছে সরকার। সে লক্ষ্যে ব্যাপকহারে জলাতংক নির্মূলে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত ৬০ জন সদস্য ২১টি দলে ভাগ হয়ে কুকুরের টিকা প্রদান করেন।
Please follow and like us: