গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক সময়ের সংবাদ:
তাড়াশে ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল কার্যক্রমের উদ্বোধন করেছেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় ক্যাম্পাসে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি অভিভাবকদের কাছে মোবাইলে এসএমএস প্রেরণ ও গোটা বিদ্যালয় সিসি ক্যামেরা আওতাভুক্ত করার মাধ্যমে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। বিদ্যালয়ের সভাপতি হোসনেআরা পারভীন লাভলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফেরদৌস ইসলাম, জেলা পরিষদের সদস্য মোফাজ্জল হোসেন, ভাইস চেয়ারম্যান ফরহাদ আলী বিদ্যুত, ডিগ্রি কলেজের উপাধ্যাক্ষ ডেইসি মিলন, থানার ওসি মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফকির জাকির হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে জেলা পরিষদের অর্থায়নে ২৫ জন ছাত্রীর মাঝে সাইকেল বিতরণ করা হয়।