গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক সময়ের সংবাদ:
সিরাজগঞ্জের তাড়াশে মাকে নির্যাতন করায় থানায় মামলা করার অপরাধে মামলার বাদীর ছেলে নাসির উদ্দিন (২৬) নামের এক যুবককে শালিসে ডেকে বেধরক মারপিটের অভিযোগ উঠেছে দেশীগ্রাম ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুসের বিরুদ্ধে। শুক্রবার সন্ধায় ওই ইউনিয়নের আড়ংগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আড়ংগাইল গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী নাসিমা খাতুনকে (৫৮) গত মঙ্গলবার তার প্রতিবেশীরা তুচ্ছ ঘটনায় ব্যাপক মারধর করে। ওই দিনই নির্যাতিত গৃহবধূ তাড়াশ থানায় ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ নিয়ে শুক্রবার বিকেলে চেয়ারম্যান আব্দুল কুদ্দুস আড়ংগাইল গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল গফুরের বাড়িতে গ্রামের লোকজন নিয়ে শালিস বৈঠকে বসেন। সেখানে মামলার বাদির ছেলে নাসির উদ্দিনকে ডেকে বেধরক মারপিট করে। এতে সে গুরুতর আহত হয়।
আহত নাসির উদ্দিন জানায়, শালিসে উপস্থিত হওয়ার পর চেয়ারম্যান মামলাটি তুলে নিতে তাকে চাপ প্রয়োগ করেন। এতে সে রাজি না হওয়ায় চেয়ারম্যান আব্দুল কুদ্দুস রেগে গিয়ে লাঠি দিয়ে বেধরক পেটাতে থাকেন। পরে স্থানীয়ভাবে চিকিৎসা দিয়ে তাকে সুস্থ করা হয়।
এ প্রসঙ্গে দেশীগ্রাম ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল কুদ্দুস জানান, নাসির সম্পর্কে তার ভাতিজা। তাই তাকে শাসন করা হয়েছে।