গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশ পৌর সভার ওয়াপদা বাঁধ এলাকার এলাহী বক্সের ছেলে নূর হোসেন (৪১) যৌতুকের টাকা না পেয়ে ২০০৮ সালের ১৪ জানুয়ারি তার স্ত্রী সাবানা খাতুনের গোপনাঙ্গে প্লাস্টিকের পাইপ দিয়ে উপর্যুপরি আঘাত করে। আঘাতে অতিরিক্ত রক্ত খরণ হয়ে সাবানার মৃত্যু হয়। ওই ঘটনায় তার ভাই আবু সাইদ বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত ও দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুর সারে ১২টার দিকে সিরাজগঞ্জ নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জেলা জজ ফজলে খোদা নাজির স্ত্রীকে হত্যার দায়ে নূর হোসেনের মৃত্যু দন্ডাদেশ দেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আব্দুল হামিদ লাবলু এ তথ্য নিশ্চিত করেছেন।
Please follow and like us: