গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে ইয়ামিন নামের এক আট বছরের শিশুর তালগাছ পড়ে মৃত্যু হয়েছে। সে উপজেলার মাধাইনগর ইউনিয়নের বেত্রাশিন গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা যায় বুধবার দুপুরে ইয়ামিন খেলার ছলে অতি নিকটবর্তী সেরাজপুর গ্রামের আজিম উদ্দিনের বাড়ি তালগাছ কাটা দেখতে যায়। গাছটি কাটা হয়ে গেলে যে দিকে পড়ার কথা সেদিকে না পড়ে লোকজন যেখানে দাঁড়িয়ে দেখছিল সে দিকে পড়ে। এ সময় দৌড়াদৌড়ি করে অন্যরা নিরাপদ দূরত্বে যেতে পারলেও শিশু ইয়ামিন গাছের নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। ইয়ামিনের এমন আকস্মিক মৃত্যুতে মুহুর্তেই এলাকায় শোকের মাতম শুরু হয়।
Please follow and like us: