পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সৈয়দ বেলাল হোসেন পাবেল এর উদ্যোগে ফ্রি চারা গাছ বিতারণ কর্মসূচী পালন করা হয়। তিনি
শোকাবহ ১৫ আগস্ট ও ভয়াল ১৭, ২১ এবং ২৪ আগস্ট নিহত ও আহত সকলের স্মরণে ২০০ শত বনজ, ফলজ,ও ঔষাদি চারা গাছ দুস্থ ও দিনমজুরদের মাঝে ফ্রি বিতারণ করেন।
উক্ত কর্মসূচীর শুভ উদ্ভাধন করেন
সাবেক সফল ধর্ম প্রতিমন্ত্রী ও পটুয়াখালী জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি, আলহাজ্ব অ্যাড.মোঃ শাহ্জাহান মিয়া এম.পি সাহেব।
অতপর ছাত্রলীগের সহ-সভাপতি
সৈয়দ বেলাল হোসেন পাবেল শোকাবহ ১৫ আগস্ট, ভয়াল ১৭, ২১ ও ২৪ আগস্টে নিহত সকলের বিদেহী আত্তার মাকফেরাত কামনা করেন এবং আহত সকলের সু-সাস্থতা ও দীর্ঘায়ু কামনে করে ফ্রি গাছের চারা বিতারণ কর্মসূচীর সমাপ্ত করেন।
কর্মসূচীর এক পর্যায়ে তিনি দুস্থ অসহায় ও দিনমজুর মানুষের সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিট এর নেতৃবৃন্দ।