নড়াইলে বেড়েছে বেওয়ারীস কুকুরের সংখ্যা,খাদ্য অভাবে হয়ে ওঠেছে পাগলা। জেলার লোহাগড়া পৌর এলাকা ও বিভিন্ন গ্রামে পাগলা কুকুরের কামড়ে শিশু সহ ২০-জন আহত হয়েছে। দিনের বেলায় হঠাৎ করে একটি পাগলা কুকুর পথচারীদের কামড়াতে শুরু করে।
কুকুরের কামড়ে নলদীর বিধান বিশ্বাস, আশিষ কুমার পোদ্দার, মিঠাপুরের আশিষ ভৌমিক ও ৮ বছরের শিশু মারিয়া মারাত্মক জখম হয়। আহতদের চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায় স্বজনেরা। পরে স্থানীয়রা দল বেধে তাড়া করে পা’গলা কুকুরটিকে মেরে ফেলেছে।
প্রকাশক - গোলাম মোস্তফা নির্বাহী, সম্পাদক - মাজহারুল ইসলাম (লিংকন), সম্পাদক - সৈয়দা ফারিয়া জাহান (তরী)
প্রধান কার্যালয়: বাণিজ্যিক কার্যালয় -৮৫/৪, আরামবাগ, ঢাকা। somoyersangbad26s@gmail.com, ০১৫১১১২৪৯৮০
Copyright © 2024 সময়ের সংবাদ. All rights reserved.