আরিফুল ইসলামঃ
করোনা প্রতিরোধে টাঙ্গাইল পলিটেকনিক ছাত্রলীগের উদ্যোগে নতুন ছাত্র ছাত্রীদের মাঝে কলেজ প্রাঙ্গনে করোনার নতুন ভেরিয়েন্টে ওমিক্রন প্রতিরোধে প্রচার অভিযান, মাস্ক বিতরণ করা হয়।
বুধবার ২৩ মার্চ সকালে স্বাস্থ্য বিধি মেনে সামাজিক ও শারিরীক দূরত্ব বজায় রেখে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে মাক্স বিতরণ করা হয়। উক্ত কর্মসূচিতে নেতৃত্ব দেন টাঙ্গাইল পলিটেকনিক ছাত্রলীগের নেতৃবৃন্দ।
মাক্স বিতরণকালে কলেজ শাখা ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে বাংলাদেশ ছাত্রলীগের গর্ব, কর্মী গড়ার কারিগর টাঙ্গাইল জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান ও বিপ্লবী সাধারণ সম্পাদক ইলিয়াস হাসানের -এর নির্দেশে টাঙ্গাইল পলিটেকনিক ছাত্রলীগ শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে আমরা মাক্স বিতরণ করি। করোনার ক্রান্তিকালে ছাত্রলীগ সাধারণ মানুষের পাশে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে।
ছাত্রলীগের নেতারা আরো বলেন, সকলকে মাস্ক পরার অভ্যাস বজায় রাখতে হবে। কেননা করোনা প্রতিরোধে এখনো পর্যন্ত মাস্কই ভরসা।