মোঃ রাজু ইসলাম, খানসামা উপজেলা প্রতিনিধিঃ
গত ০৪-১০-২০২০ ইং রাত্রী অনুমান ৯ ঘটিকা হইতে দিনাজপুরের খানসামা উপজেলার ৬ নং গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব নলবাড়ী গ্রামের ৭ নং ওয়ার্ডের (কানছিয়া পাড়ার) মোঃ রমজান আলীর ১৪ বছর বয়সের মেয়ে মোছা : রুপা আক্তার খুশি কাউকে কিছু না বলে বাড়ি হইতে কোথায় যেন চলিয়া যায়। তার পর থেকে ২৪ ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ব্যাপারে খানসামা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়। ডায়েরী নং ২০৩।( ডিউটি অফিসার সাইফুল )। নিখোঁজ মোছা : রুপা আক্তার খুশির পিতা বলেন ০৪-১০-২০২০ তারিখ রাত্রী অনুমান ৯ ঘটিকায় কাউকে কিছু না বলিয়া বাসা হইতে কোথায় যেন চলিয়া যায়। তাহার মেয়ের ঘরের বিছানার উপরের বালিশের নিচে তাহার হাতের লেখা একটি চিঠি রেখে যান। এবং সেখানে কাউকে দোষারোপ করতে মানা করেন এবং অজ্ঞাত একজনের সাথে চলিয়া যান বলে উল্লেখ করেন। উক্ত চিঠিতে একটি নম্বর ০১৩১০১৫০৩০৭ উল্লেখ করেন সেটি বন্ধ পাওয়া যাচ্ছে। আমার মেয়ে সঠিক সময়ে আমার বাড়িতে না আসায় আমি আমার পরিবারের লোকজন ও আত্মীয় স্বজনে সম্ভাব্য সকল স্থানে সন্ধান করিয়া তাহার কোন খোঁজ খবর না পাওয়ায় খানসামা থানায় একটি সাধারণ ডায়েরী করি। এ বিষয়ে যদি কারো কোন তথ্য জানানো থাকে তাহলে ০১৭৪৪৯৯৯৫৮৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে। ১৪ বছরের মেয়ে মোছাঃ খুশি আক্তার নলবাড়ী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী। মোছা : খুশি আক্তারের কোন সন্ধান পেলে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার অনুরোধ করা হলো।
মেয়ের বর্ননাঃ গায়ের রং ফর্সা। উচ্চতা-আনুমানিক ৪ফিট ৫ ইন্চি। পোশাক : সাদা ও কালো সেলোয়ার-কামিজ। চুলের রং-কালো ১৬ ইন্চি লম্বা। মুখ মন্ডল -গোলাকার ও বাম পাশে গালে তিল আছে।
প্রকাশক - গোলাম মোস্তফা নির্বাহী, সম্পাদক - মাজহারুল ইসলাম (লিংকন), সম্পাদক - সৈয়দা ফারিয়া জাহান (তরী)
প্রধান কার্যালয়: বাণিজ্যিক কার্যালয় -৮৫/৪, আরামবাগ, ঢাকা। somoyersangbad26s@gmail.com, ০১৫১১১২৪৯৮০
Copyright © 2024 সময়ের সংবাদ. All rights reserved.