আব্দুল খালেক সুমন, স্টাফ রিপোর্টার সময়ের সংবাদ:
দীর্ঘদিন পর নানা জটিলতার অবসান ঘটিয়ে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন হতে চলেছে। নির্বাচনী আমেজে ভাসছে সারা পৌর এলাকা। আওয়ামিলীগের দলীয় প্রত্যাশীরা প্রচারণা চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। কালিয়াকৈর পৌর আওয়ামিলীগের সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম তুষার প্রচারণায় একধাপ এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন নেতা কর্মীরা। প্রতিদিনই আলোচনা সভা, উঠান বৈঠক, মিলাদ, জনসভা, পথ সভাসহ নানা প্রোগ্রামের মাধ্যমে নিজের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। গুনিতক হারে বেড়ে যাচ্ছে ওই মেয়র প্রার্থী রফিকুল ইসলাম তুষারের জন সমর্থন। নেতা কর্মীরা আরো জানিয়েছেন, দল সঠিক মূল্যায়ন অবশ্যই করবে। মনোনীত হয়ে তিনি দলের মান রক্ষা করবেন বলেও তার সমর্থকদের প্রত্যাশা। রফিকুল ইসলাম তুষার বলেন, প্রাণের দল আওয়ামিলীগ এর জন্য কাজ করে যাচ্ছি ছাত্রলীগ থেকে। মানবতার নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী’র প্রতি আমার রাজনৈতিক অভিভাবক মুক্তি যুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হকের উপর আমার আস্থা আছে। ইনশাআল্লাহ আমিই দলের মনোনয়ন পাবো।
প্রকাশক - গোলাম মোস্তফা নির্বাহী, সম্পাদক - মাজহারুল ইসলাম (লিংকন), সম্পাদক - সৈয়দা ফারিয়া জাহান (তরী)
প্রধান কার্যালয়: বাণিজ্যিক কার্যালয় -৮৫/৪, আরামবাগ, ঢাকা। somoyersangbad26s@gmail.com, ০১৫১১১২৪৯৮০
Copyright © 2024 সময়ের সংবাদ. All rights reserved.