নরসিংদী প্রতিনিধি:
১৯ মে মঙ্গলবার জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে নরসিংদী সদর-সহ, মাধবদী, পলাশ, শিবপুর মডেল, মনোহরদী, রায়পুরা ও বেলাব থানাধীন বিভিন্ন স্থানে গণজমায়েত রোধ, অযথা ঘোরাঘুরি বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশ সমন্বিত অভিযান পরিচালনা করছে।
এছাড়া নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখতে নিয়মিত বাজার পরিদর্শন করা হচ্ছে।
করোনাভাইরাসের সংক্রমন প্রশমনে জরুরি প্রয়োজন ছাড়া সকলকে ঘরে অবস্থানের জন্য আহবান জানানো হচ্ছে।
করোনাভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।
প্রকাশক - গোলাম মোস্তফা নির্বাহী, সম্পাদক - মাজহারুল ইসলাম (লিংকন), সম্পাদক - সৈয়দা ফারিয়া জাহান (তরী)
প্রধান কার্যালয়: বাণিজ্যিক কার্যালয় -৮৫/৪, আরামবাগ, ঢাকা। somoyersangbad26s@gmail.com, ০১৫১১১২৪৯৮০
Copyright © 2024 সময়ের সংবাদ. All rights reserved.