সময়ের সংবাদ: একটি চকলেট ছাড়া এক টাকায় আর কী বা পাওয়া যায়? সেখানে এক টাকায় মিলবে লাঞ্চ! অবিশ্বাস্য হলেও কিন্তু সত্যি। ঘটনাটি ঘটেছে ভারতে। দেশটির আদিনাথ জৈন শ্বেতাম্বর অ্যাসোসিয়েশন বিগত ছয় বছর ধরে গরিবদের জন্যই এই পরিষেবা চালু করেছে।
জিনিউজ এক খবরে জানিয়েছে, কর্ণাটকের হুবলিতে একটি ক্যান্টিন রয়েছে যার নাম ‘রুটি ঘর’। এখানেই এক টাকায় পেটপুরে দুপুরের খাবারটা হয়ে যায়। কেননা লাঞ্চের থালিতে রয়েছে ২টি রুটি, ডাল তরকারি আর একটা সন্দেশ।
বিগত ছয় বছর ধর এক টাকায় এই লাঞ্চ থালিই আম আদমির হাতে তুলে দিচ্ছে। ক্যান্টিনের বোর্ডেও লেখা রয়েছে ‘এক টাকায় দুটো রুটি’।
বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্তই এই লাঞ্চ থালি পাওয়া যায় রুটি ঘরে।
উল্লেখ্য, এটি একটি নিরামিষ ক্যান্টিন। কোনও প্রকার আমিষ জাতীয় খাবার রুটি ঘরে তৈরি করা হয় না।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।