গোলাম সোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
“হিংসা বিদ্বেষ ভুলে সকলে প্রেমের বন্ধনে আবদ্ধ হই” শিব ঠাকুরের এই নির্দেশিত পথে ভক্তবৃন্দের আশীর্বাদ ও কৃপা গ্রহণের মধ্যে দিয়ে রবিবার শেষ হয়ে গেল তাড়াশের ঐতিহাসিক শিব মেলা। উপজেলার তালম ইউনিয়নের তালম গ্রামে শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গনে শিব চতুর্দশী উপলক্ষে অতি প্রাচিনকাল থেকে প্রতিবছর ফাল্গুন মাসের ১১, ১২ এবং ১৩ তারিখ ৩ দিন ব্যাপী শিব মেলার আয়োজন করে থাকেন তালম সার্বজনীন শিব মন্দিরের দীন ভক্তবৃন্দ।
কথায় আছে “গ্রাম দেখোতো কলম-শিব দেখোতো তালম”। দেশের বৃহত এই শিবটি একনজর দেখতে এবং মনোষ কামনা পূরণের আশায় ঠাকুরের রাতুল চরণে পূজা-অর্চনা দিতে মেলার ৩ দিনে এখানে আনাগোনা হয় প্রায় ৫ হাজার মানুষের। কোন কোন বছর দেশের গন্ডি পেরিয়ে পার্শ¦বর্তী ভারত, ভুটান ও নেপাল থেকেও দর্শনার্থী আসেন এ মেলায়। জাতী ধর্ম নির্বিশেষে মানুষের মিলন মেলায় পরিণত হয় তালমের শিব মেলা।
শিব মন্দিরের নিয়মিত পূজা অর্পণকারী শতবর্ষী রুপচাঁদ এক্কা জানান, তাদের ধারণা দুনিয়া সৃষ্টির সময় থেকে অনেক প্রতিকূলতা পেরিয়ে দেশের সবচেয়ে বড় এই শিব প্রতিক এখানে রয়ে গেছে। তাইতো শুধু মেলাতেই নয়, বছর জুড়ে দেশ-বিদেশের বহু মানুষ এখানে আসেন এই শিব প্রতিকটি দেখতে।