ঢাকারবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

সিরিয়া থেকে সৈন্য প্রত্যাহার করছে লেবাননি যোদ্ধারা

সময়ের সংবাদ
ডিসেম্বর ৮, ২০২৪ ৭:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

সৈয়দা ফারিয়া জাহান : সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে গেছেন, তবে কোথায় গেছেন তা স্পষ্ট জানা যায়নি। এর আগে সিরিয়ার বিদ্রোহী যোদ্ধারা দামেস্কে ঢুকে পড়েন এবং শহরের বিভিন্ন স্থানে গোলাগুলির শব্দ শোনা যায়।

রোববার সকালে বার্তা সংস্থা রয়টার্সের বরাতে বিবিসির সরাসরি সম্প্রচারে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেসিডেন্ট আসাদ একটি উড়োজাহাজে দামেস্ক ছেড়ে গেছেন, বলে জানিয়েছে রয়টার্স। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, আসাদকে বহনকারী একটি ব্যক্তিগত উড়োজাহাজ দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। উড়োজাহাজের উড্ডয়নের পর বিমানবন্দর থেকে সরকারি সেনাদের সরিয়ে নেওয়া হয়।

বাশার আল-আসাদ পালিয়ে যাওয়ার পর, তার মিত্র ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ার বিভিন্ন এলাকা থেকে তাদের সৈন্য প্রত্যাহার করছে। হিজবুল্লাহর একটি ঘনিষ্ঠ সূত্র এএফপিকে জানিয়েছে, তারা হোমস ও দামেস্ক শহর থেকে সরে যাচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, তারা কুসাইর শহর থেকেও পিছু হটেছে, যা লেবাননের সীমান্তের কাছে অবস্থিত।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।