মোঃ হেলাল উদ্দিন সরকার, ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
নজরুল একাডেমী সিরাজগঞ্জ শাখার আয়োজনে সংক্ষিপ্ত সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। অল্প সময়ের মধ্যে আয়োজিত নজরুল একাডেমি ভবনে মনোজ্ঞ এই সাংস্কৃতিক সন্ধ্যায় স্থানীয় বিজ্ঞ, কৃতি সন্তানদের পদচারণয় মুখরিত হয়ে ওঠে সংক্ষিপ্ত এই অনুষ্ঠান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের কৃতি সন্তান বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সম্মানিত মহা পরিচালক জনাব আমিনুল হক, অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জনাব হেলাল আহমেদ।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন নজরুল একাডেমীর বিভিন্ন পর্যায়ের সদস্য ও শিল্পী বৃন্দ। প্রধান অতিথির বক্তব্য শেষে গান পরিবেশন হয়, গান পরিবেশন করেন, নুরে আলম হীরা, নুরুল হুদা, জুবায়ের জিকো, রিক্তা গুপ্তা ও অনুরাধা দত্ত।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।