ঢাকাWednesday , 30 November 2016
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

সিংড়ায় দুইভাই হত্যার পরিকল্পনাকারী সহ গ্রেফতার-২: অস্ত্র উদ্ধার

সময়ের সংবাদ
November 30, 2016 10:11 am
Link Copied!

আশরাফুল ইসলাম সুমন, সিংড়া (নাটোর) সংবাদদাতা:
নাটোরের সিংড়া উপজেলায় এক সাবেক ইউপি সদস্য ও তার ভাইকে কুপিয়ে হত্যার মূল পরিকল্পনাকারী ও তার ভাইকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে দু’টি বিদেশ পিস্তল, দু’টি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

রোববার দিনগত রাত ২টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের জামতলী বাজার থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বড়গ্রামের ইউনুস আলী (৪৫) ও তার ছোট ভাই ইয়াসিন আলী (৩০)। ইউনুস আলী উপজেলার ডাহিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক নম্বর ওয়ার্ডের সদস্য। সোমবার সকাল ১১টার দিকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি জানানো হয়।

র‌্যাব-৫ নাটোরের কোম্পানি কমান্ডার ও অতিরিক্তি পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দুইভাই খুনের ঘটনায় সিংড়া থানায় দায়ের করা মামলার ওই দুই আসামি এতোদিন পলাতক ছিলেন। রাতে তারা জামতলী বাজারে অবস্থান করছিলেন। খবর পেয়ে রাত ২টার দিকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে দু’টি বিদেশি পিস্তল, দু’টি ম্যাগজিন ও আট রাউন্ড গুলি পাওয়া যায়।

এদিকে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে চলনবিলের দুর্গম বড়গ্রামের সাবেক ইউপি সদস্য মোজার সঙ্গে বর্তমান ইউপি সদস্য ওয়ার্ড  ও আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ইউনুস আলীর বিরোধ ছিল। চলতি বছরের ৪ আগস্ট রাতে মোজাকে প্রতিবেশী আসমা নামে এক নারীকে দিয়ে তার বাড়িতে ডাকিয়ে নেন ইউনুস।

সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে ইউনুসের লোকজন মোজাকে কুপিয়ে হত্যা করেন। এরপর নারী ঘটিত অপকর্মে জড়িত থাকার অভিযোগ তুলে মোজার দুইভাই মহসিন ও হাসেমকেও ডেকে নিয়ে কোপানো হয়। এ অবস্থায় মহসিন পালিয়ে যেতে সক্ষম হন। আর নিহত মোজা ও আহত হাসেমকে আসমার বাড়িতে ফেলে রেখে যান ইউনুস ও তার লোকজন। পরের দিন সকালে স্থানীয়রা হাসেমকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপে-ক্সে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: