ঢাকাSaturday , 28 January 2017
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

সাবধান! ফোনের প্যাটার্ন লকও সুরক্ষিত নয়

সময়ের সংবাদ
January 28, 2017 3:41 am
Link Copied!

সময়ের সংবাদ: যদি আপনি ভেবে থাকেন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের প্যাটার্ন লক সবচেয়ে ভালো অপশন, তবে ভুল ভাবছেন। এটা আপনার স্মার্টফোনকে সিকিউরিটি দেয় না। বিশেষজ্ঞরা দেখেছেন, যে কোন প্যাটার্ন লক মাত্র ৫ বারের চেষ্টায় খুলে ফেলা সম্ভব। প্যাটার্ন লক এমন এক ধরণের পদ্ধতি যা মোবাইল ফোন বা ট্যাবকে সিকিউর করে। এই পদ্ধতিতে মোবাইল ফোনকে খোলার জন্য ৫টি সুযোগ পান ইউজাররা। যদি ৫ বারই ভুল করা  হয়, তো ডিভাইসটি লক হয়ে যায়। প্রায় ৪০ শতাংশ অ্যান্ড্রয়েড ডিভাইসে এই প্যাটার্ন লক চলে।

ব্রিটেনের ল্যানসেস্টারট ইউনিভার্সিটি, চীনের নর্থওয়েস্ট ইউনিভার্সিটি এবং জার্মানির ইউনিভার্সিটি অব বাথের গবেষকরা জানিয়েছেন, ভিডিও এবং কম্পিউটার ভিশন অ্যালগোরিদম সফটওয়্যার ইউজের মাধ্যমে যে কোন মানুষ ৫ বারের চেষ্টাতেই প্যাটার্ন লক খুলে ফেলতে পারেন। কেউ তার স্মার্টফোনের প্যাটার্ন লক খোলার সময় যেভাবে হাত ঘোরান তা ভিডিও করার মাধ্যমে অনেক কিছুই বোঝা সম্ভব।

আবার হ্যাকাররা কারো প্যাটার্ন খোলার সময়কার ফিঙ্গারপ্রিন্টের নড়াচড়া দেখে সফটওয়্যারের মাধ্যমেই লকের প্যাটার্ন বুঝে নিতে পারেন।  নর্থওয়েস্ট ইউনিভার্সিটির গুজিন ইয়ে বলেন, জটিল প্যাটার্নগুলো খুলে ফেলা অনেক সহজ। কারণ এই প্যাটার্নের আঁকিবুকি অন্যগুলোর থেকে ভিন্ন। তাই সহজেই চিহ্নিত করা সম্ভব। জটিল প্যাটার্নগুলো বিশেষজ্ঞরা প্রথমবারের চেষ্টাতেই খুলে ফেলেছেন। এ ছাড়া সব ধরনের প্যাটার্নের ৮৭.৫ শতাংশই তারা খুলেছেন ৫ বারের প্রচেষ্টার মধ্যেই

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: