ঢাকাশুক্রবার , ২ অক্টোবর ২০২০
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিকতার কলমে নবাবিষ্কিতদের প্রতি কিছু কথা

সময়ের সংবাদ ডেস্ক
অক্টোবর ২, ২০২০ ১১:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

বর্তমান সময়ে সারাদেশে গণমাধ্যম যেন এখন নাম মাত্র জয়জয়কার,নিউজ পোর্টাল সহ পিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সংখ্যা বাড়ানোর সাথে সাথে বেড়েছে গণমাধ্যমে মিডিয়া কর্মীর সংখ্যাও।
শুধু তাই নয়,অসংখ্য নিবন্ধিত কিংবা অনিবন্ধিত নিউজ পোর্টালের কার্ডধারী সাংবাদিকতা রীতিমতো এটি এখন ক্রেজি ও প্রতিযোগিতার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
কিন্তু এসব সংবাদ প্রচারের অাগে সঠিক বিষয়টি যাচাই করে নেওয়া কিংবা সাংবাদিকতার পরিভাষায় সংবাদ প্রতিবেদন ক্রস চেক করে নেওয়ার বিষয়টি প্রত্যেক সাংবাদিকে যথার্থভাবে মনোযোগ সহকারে সর্বোনিন্ম তিনবার ফিরে দেখা।
সাংবাদিকতার অভিজ্ঞতার অালোকে বলছি,অামরা যারা সাংবাদিকতা করছি প্রায় সবাই নিজেদের ভিতরকার সঙ্গিত কারনে বিভিন্ন কর্মের সাথে অপকর্মের মিল রয়েই যায়।
তবে সাংবাদিকতার কলমে নবাবিষ্কিতদের প্রতি কিছু কথা থাকলেও মুখ্য ও সংজ্ঞাবাচক কথা হচ্ছে সাংবাদিকতা পক্ষপাতিত্ব ছাড়াই সরেজমিনে মাঠ পর্যায়ে প্রতিবেদন সংগ্রহে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অাপসহীন হয়ে সৎ,যোগ্য,নির্ভীক,দুঃসাহসী অাংশিক নয় পুরোটাই সত্য ও অাসল তথ্য উপাত্ত নিয়ে সাংবাদিকতার কলম চালিয়ে সংবাদ পরিবেশনা করা।
তবে,প্রকৃতপক্ষে অামাদের সাংবাদিকতার জীবনে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে দল,মতের বাইরে থেকে নিজেদের ভিতরকার অসঙ্গতি ঝেঁড়ে ফেলে দেশের জন্যে,দেশের জাতির জন্যে,তথা দেশের উন্নতির জন্যে গণমাধ্যমের সম্মান রেখে সাংবাদিকতার মত মহান পেশায় নিয়োজিত থাকা।
নতুন সাংবাদিকদের উদ্দেশ্যে, সাংবাদিকতার কলমে নবাবিষ্কিতদের প্রতি কিছু কথা থেকেই যায় তবে নতুনত্বদের জন্যে জরুরী,যা সাংবাদিক নামক মহান পেশায় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আশাবাদী।
এদিকে,সাংবাদিকতার এ পেশায় অনেক শিক্ষিত মেধাবীরা প্রবেশ করেছেন।তবে যারা সদ্য নতুন এ পেশায় যুক্ত হচ্ছেন তাদের সাংবাদিকতার কলমে নবাবিষ্কিতদের প্রতি অনেক কিছু দায়িত্ব ও গুরুভার নিয়ে এই মহান পেশায় কাজ করার আহবান।
এদিকে,শুধু মাত্র ভালো প্রতিবেদন করলেই ভালো সাংবাদিকা হওয়া যায় না।অার তাই সরেজমিনে সংবাদ প্রতিবেদন সংগ্রহে সংবাদপত্রের পাশাপাশি গুণীজনদের জীবনী ও প্রচুর বই পড়তে হবে।
শুধু তাই নয়,প্রতিদিন সকালে দুই একটা পত্র-পত্রিকা সহ টিভি সংবাদ পরিবেশনা দেখতে হবে এবং মার্জিত ও রুচি সম্মত বাচনিক ভঙ্গিমায় কথোপকথনে মাঠ পর্যায়ে প্রতিবেদন সংগ্রহ করতে হবে।
এছাড়াও,চোখ,কান,মুখ খোলা রেখে দেশে এবং দেশের বাইরে সাম্প্রতিক কি ঘটছে তা নিজ থেকে খতিয়ে খতিয়ে জানা অতিবজরুরী।
অার তাই,শিক্ষা বা পড়াশোনার কোনো বিকল্প নেই।সাংবাদিকদের লেখনি সমাজের আয়নায় পরিণত হোক। যা দেখে মানুষ সচেতন হবে অন্যায়,সুদ,ঘুস,গুম, হত্যার মত জঘন্যতম অপরাধ থেকে।
সাংবাদিকতার অাগে স্ব-মনে প্রতিজ্ঞাবদ্ধ করে নিজ থেকে শপত গ্রহন করতে হবে যা সাংবাদিকতার মত মহান পেশায় নিয়োজিত থেকে এলাকার অন্যায়, অত্যাচার, বঞ্চনা, শোষণের বিপক্ষে সাংবাদিকের কলম ও ক্যামেরা চলবে অাপসহীন।
অার এই সাংবাদিকতার বিশার গুরুদায়িত্ব পালনে যথাযথভাবে কাজ করে ভালো কাজের প্রশংসার বাস্তব চিত্র ফুটে উঠুক এমনটাই দাবি সকল সাংবাদিকদের।
সাংবাদিকতা প্ররোচিত হয়ে উৎসাহিত না হয়ে বরং শান্তিপূর্ণ সন্ত্রাস মুক্ত সোনার বাংলাদেশ গড়ার কারিগর হয়ে উৎসাহ্, উদ্দীপনায় অাদর্শিক হয়ে কাজ করা একমাত্র সাংবাদিকতার অাদর্শ বৈশিষ্ট্য।
সৎ,যোগ্য ও সমীচীন হয়ে সাংবাদিকতার কাজ করে অনুপ্রানীত হয়ে স্বস্থির নিঃশ্বাস অনেকটা সুখ এনে দেয়। একজন শিক্ষিত সৎ ও সাদামনের মানুষিই পারে সাংবাদিক হয়ে দেশের অর্থনৈতিক, রাজনৈতিক, সংস্কৃতি, বিনোদন সহ শিক্ষা,সাহিত্য,সুদ,ঘুষ ও হত্যার মত জঘন্যতম অপরাধের সার্বিক সঠিক চিত্র তুলে ধরে দেশ কে একধাপ এগিয়ে নিয়ে যেতে।
এছাড়াও,একজন সাংবাদিক নীতি নৈতিকতা নিয়ে সাংবাদিকতা করলে ও সাংবাদিকদের নেতৃত্ব দিলে দেশের উন্নতি অগ্রগতি সহ দেশের সার্বিক চিত্র অনেকটাই পরিবর্তন করতে পারে।
অার তাই সাংবাদিকতার কলমে নবাবিষ্কিতদের প্রতি শিক্ষানীয় কিছু কথার মধ্যে অনেকেরই সাংবাদিকতার গুরু ও আদর্শ বুঝে সাংবাদিকতার হাল ধরে দেশের জন্যে তথা দেশের জাতীর জন্যে কাজ করবে বলে দেশের বাংবাদিক মহল অাশাবাদী।
অার তাই সাংবাদিকতার জগতে নবাবিষ্কিতদের প্রতি আমাদের নতুন প্রজন্মের সাংবাদিকদের একজন আদর্শ। সততা ও ন্যায়ের সঙ্গে থেকে সঠিক সংবাদ প্রতিবেদন তৈরী করে বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহের অাহ্বান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।