আসসালামু আলাইকুম।
আপনাদের সবার আন্তরিক সহযোগিতায় আমরা ছড়িয়ে পড়েছি দেশের ৬৪ জেলায়।
বর্তমানে প্রিন্ট, অনলাইন ও ভার্চুয়াল টিভিতে চলছে আমাদের কার্যক্রম।
আমাদের উদ্দেশ্য বস্তনিষ্ঠ ও অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনসেবা, দেশের কল্যাণে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন শাখার সাথে তথ্য আদান প্রদান ও একাত্তরের চেতনা বজায় রাখা।
আমাদের পরিবারের রিপোর্টার হিসেবে যোগ দিতে চাইলে আপনাকে যা করতে হবেঃ
১/ প্রথমত নিয়মিত আপনার নিউজ পাঠাতে হবে এবং পাবলিশ নিউজ অবশ্যই শেয়ার করতে হবে।
২/ প্রেস কার্ডের জন্য সিভি, ছবি, স্বাক্ষর এবং রক্তের গ্রুপ সহ সিভি প্রদান।
৩/ভোটার আইডি বা জন্ম নিবন্ধনের কপি প্রদান।
যেসব শর্ত মেনে চলতে হবে-
১/ কপি নিউজ দেয়া যাবে না।
২/ প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশ করতে চাইলে কমপক্ষে ২৫ কপি পত্রিকা নিতে হবে।
৩/ কারো ব্যক্তিগত বিষয়ে নিউজ করতে চাইলে আগে বার্তাকক্ষের সাথে কথা বলতে হবে।
৪/ ভিডিও নিউজ করতে চাইলে বার্তাকক্ষকে জানাতে হবে।
৫/স্থানীয় প্রশাসনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
৬/ সরকারবিরোধী কোন কার্যকালাপে জড়িত থাকা নিষিদ্ধ।
৭/ লাইভ প্রোগ্রাম করতে চাইলে বার্তাকক্ষকে জানাতে হবে।
রিপোর্টার হিসেবে আপনি যে সুযোগ সুবিধা পাবেনঃ
১/ বিজ্ঞাপনে ৫০ ভাগ কমিশন।
২/ নিউজভিত্তিক উপার্জনের সুযোগ ও দিকনির্দেশনা।
৩/ প্রশিক্ষণ।
৪/ নিয়মিত আইনি সহায়তা।
৫/ সেরা রিপোর্টার নির্বাচিত হবার সুযোগ।
৬/ ফিতা সহ আইডি কার্ড, স্টিকার, বুম, নিয়োগপত্র এবং প্রত্যয়ন পত্র।
৭/ জরুরি অবস্থায় নিউজ বার্তা কক্ষ থেকে লিখে দেয়া হবে।
৮/ প্রতিনিধি নিয়োগের বিষয়টি নিউজ আকারে প্রকাশ করা হবে অনলাইনে এবং প্রিন্ট পত্রিকায় যদি কমপক্ষে ২৫/- পিস পত্রিকা নেন।
আদেশক্রমেঃ
মোঃ রাজিবুল করিম রোমিও
নির্বাহী সম্পাদক,
সময়ের সংবাদ।
মোবাইলঃ ০১৭১২-০৯২০৭৪
বিঃদ্রঃ আগ্রহী রা দ্রুত সি,ভি ইমেইল করুণঃ
cvfor2021@gmail.com