ঢাকাSunday , 22 January 2017
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

‘রাষ্ট্রপতির কাছে আশা করব, তিনি সার্চ কমিটি গঠন করবেন’- খালেদা জিয়া

সময়ের সংবাদ
January 22, 2017 5:11 am
Link Copied!

সময়ের সংবাদ: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, রাষ্ট্রপতির কাছে আশা করব, তিনি সবার কথা শুনে একটি সার্চ কমিটি গঠন করবেন। আওয়ামী লীগ অনেক কথা বলেছে। সব কথা প্রকাশিত হয়নি। আমরাও অনেক কথা বলেছি। তিনি (রাষ্ট্রপতি) কোনও দলের নন, তিনি দেশের। তার উচিত সবার কথা শোনা। তিনি সরকারি দলের ইচ্ছা পূরণে নির্বাচন কমিশন গঠন করলে দেশের মানুষ মানবে না।

আজ শনিবার রাত ৯টায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

জিয়া পরিষদের প্রতিনিধি সম্মেলন উপলক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ প্রমুখ।

খালেদা জিয়া বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব হবে বিচার-বিশ্লেষণ করা, খবর নেওয়া-যাদের সার্চ কমিটিতে রাখা হবে তারা নিরপেক্ষ কিনা, মাথা সোজা করে, মেরুদণ্ড শক্ত করে নির্বাচন কমিশন গঠন করতে পারবে কি না।

তিনি বলেন, আমাদের লক্ষ্যই হলো নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। জনগণ যেন ভোট দিতে পারে, সেই অধিকার ফিরিয়ে আনব। কামিয়াব আমরা হবোই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: