মোঃ মোশারফ হোসেন(সাটুরিয়া প্রতিনিধ) মানিকগঞ্জ
মানিকগঞ্জ: মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের একটি ভবন থেকে পড়ে অজ্ঞাত পরিচয়ের এক কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে ৮ তালা বিশিষ্ট ভবনের প্রবেশে দ্বারের বাম পাশ এই ঘটনা ঘটে।
হাসপাতালের তত্বাবধায়ক ডা: আরশাদ উল্লাহ জানান, আনুমানিক ১২/১৩ বছরের ওই কিশোর সন্ধ্যার দিকে ৮তালা ভবনের কোন একটি তালা থেকে পড়ে মারা গেছে। দুর্ঘটনায় ডান পা ভেঙ্গে এবং মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে। তার পরনে ছিল পায়জামা-পাঞ্জাবি। ধারনা করা হচ্ছে সে কোন মাদ্রাসার ছাত্র। তার নাম পরিচয় জানা যায়নি। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
এব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী খান জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এটি দুর্ঘটনা নাকি পরিকল্পিত ঘটনা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।