সিরাজগঞ্জের তাড়াশে সোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির এক ছাত্রীর বাল্যবিবাহের খবর পেয়ে রাতে বিয়ে বাড়িতে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম। কিন্তু সন্ধ্যার পরেই তড়িঘড়ি করে বউ নিয়ে চলে যায় বরপক্ষ। বর শুভ সরকারের বাড়ি সলঙ্গা থানার দবিরগঞ্জ ইউনিয়নের অনুখা গ্রামে। স্থানীয় এনজিও কর্মী রোখসানা খাতুন, অর্বিন্দ বর্মন ও সুমন আহমেদ বলেন, গত সোমবার মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা নাসরিন বাল্যবিবাহের খবর দেন। তারা রাত ৯ টার দিকে পৌর এলাকার সোলাপাড়া গ্রামে বিয়ে বাড়িতে পৌঁছায়। তারপর ইউএনও‘কে জানায়। ইউএনও মো. মেজবাউল করিম বলেন, বাল্যবিবাহের কথা শুনে তাৎক্ষণিক থানার ওসি শহিদুল ইসলামকে সঙ্গে নিয়ে বিয়ে বাড়িতে যাই। আমাদের দেখে ছাত্রীর মা-বাবা ও বিয়ে বাড়ির অন্যান্য লোকজন পালিয়ে যায়। দেড়িতে খবর দেওয়া হয়েছিল আমাদের। সেজন্য বাল্যবিবাহটি বন্ধ করা সম্ভব হয়নি।