নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীর বাঘায় মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে বাঘা পৌরসভার ৯ নং ওয়ার্ড মুর্শিদপুর গ্রামে এ মাদক বিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত উঠান বৈঠকে যুব সমাজের উদ্দেশ্যে বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডঃ লায়েব উদ্দিন লাভলু বলেন, মাদকের ভয়াল থাবা থেকে দেশকে রক্ষা করতে যুব সম্প্রদায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ তাই আসুন আমরা সবাই মাদকমুক্ত দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করি। তিনি আরো বলেন সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন।
বাঘা থানা অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলাম বলেন, মাদকের সাথে কোন আপস নাই। বর্তমানে মাদকবিরোধী অভিযান চলমান রয়েছে এবং থাকবে। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঘা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, পৌরসভা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মামুন হোসেন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।