ঢাকারবিবার , ১ ডিসেম্বর ২০২৪
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর ডিপফেক ভিডিও দিয়ে জালিয়াতি, ৩০ লাখ টাকা হারালেন নারী

সময়ের সংবাদ
ডিসেম্বর ১, ২০২৪ ১১:৪৮ পূর্বাহ্ণ
Link Copied!

২০০ পাউন্ড বিনিয়োগ করে হাজার হাজার পাউন্ড পাওয়ার সুযোগ! এমন প্রচারণা চালাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এই বিজ্ঞাপন দেখে বিনিয়োগ করে ২০ হাজার পাউন্ড (৩০ লাখ ৩৩ হাজার টাকার বেশি) খোয়ালেন এক নারী।

আজ রোববার বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, প্রতারণার শিকার অ্যান জেনসেন উইল্টশায়ারের স্যালিসবারি শহরের বাসিন্দা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বানানো ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমারের একটি ডিপফেক ভিডিও দেখায় প্রতারণাকারীরা। অ্যান বিবিসি মর্নিং লাইভকে বলেন, বিনিয়োগ জালিয়াতদের ওই ভিডিওতে প্রধানমন্ত্রী স্টারমারকে একটা আর্থিক স্কিমের ধারণা দিতে দেখা যায়। তিনি স্কিমের সুযোগ–সুবিধা তুলে ধরছিলেন। ভিডিওতে বলা হচ্ছিল, আপনি ২০০ পাউন্ড বিনিয়োগ করে ক্রিপ্টো ট্রেডিংয়ের (ক্রিপ্টোকারেন্সি বেচাকেনা) মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন।

অ্যান বলেন, প্রতারকেরা তাঁকে জানায়—তাঁর বিনিয়োগ করা অর্থ বেড়ে ২ হাজার ৫০০ পাউন্ড ছাড়িয়ে গেছে। এই অর্থ তুলে নিতে তাঁকে ক্রিপ্টোকারেন্সি কেনার সামর্থ্য প্রমাণের জন্য আরও অর্থ বিনিয়োগ করতে ঋণ নিতে বলা হয়। কিন্তু ঋণের কুলিং–অফ পিরিয়ড অর্থাৎ ঋণ বাতিলের সময়সীমা পার হওয়ার পর অ্যান আর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। অ্যান বলেন, ‘বিষয়টি আমাকে এমনভাবে আঘাত করেছিল, মনে হচ্ছিল আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে।’

অ্যান বলেন, ‘আমার নিজেকে কখনো এত বোকা মনে হয়নি। কারণ আমি এত বোকা এটা বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি, আমি একটা অপরাধী চক্রের শিকার, যা দেরিতে বুঝতে পেরেছি। এটা আমাকে সারা জীবনের শিক্ষা দিয়ে গেল!’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।