ঢাকা থেকে : মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ড. মুহাম্মদ ইউনূসের ঘোষণায় দেশের জনগণের দীর্ঘদিনের একটি বড় প্রশ্নের উত্তর মিলেছে—এই সরকার কত দিন ক্ষমতায় থাকবে। তাঁর দেওয়া সময়সীমা অনুযায়ী, ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের মাঝামাঝি একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এর মধ্য দিয়ে নতুন রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত হবে। যদিও রাজনৈতিক দলগুলো এই সময়সীমাকে কীভাবে মূল্যায়ন করবে, তা ভিন্ন বিষয়; তবে এই ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা কাটিয়ে স্থিতিশীলতার একটি স্পষ্ট দিকনির্দেশনা এসেছে। ফলে দেশের অর্থনীতি ও ব্যবসায় নতুন আশার সঞ্চার হয়েছে। ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা মনে করছেন, ঘোষিত সময়সীমা একটি নির্ভরযোগ্য কাঠামো তৈরি করবে, যা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নকে সহায়তা করবে। এই ঘোষণার ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবেশে স্বচ্ছতা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হবে, যা বিনিয়োগকারীদের আত্মবিশ্বাসী করে তুলবে এবং সামনের দিনগুলোতে ব্যবসায়িক কর্মকাণ্ডে নতুন উদ্যম জোগাবে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা চেম্বারের সদ্য সাবেক সভাপতি আশরাফ আহমেদ আজকের পত্রিকাকে জানান, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং জ্বালানিসংকটের মধ্যে প্রয়োজনীয় বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি করা কঠিন হয়ে পড়েছে। তিনি বলেন, ‘আমাদের বড় ধরনের শিল্পসম্পর্কিত চ্যালেঞ্জও রয়েছে, যেগুলোর ইতিবাচক ফল অর্জন করতে হলে একটি স্থিতিশীল ও নিরাপদ পরিবেশ প্রয়োজন। একটি সুস্পষ্ট রাজনৈতিক দিকনির্দেশনা এবং সময়সীমা দেশের অর্থনীতিকে স্থিতিশীল করতে সাহায্য করবে।’
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল আজকের পত্রিকাকে বলেন, ‘এত দিন একধরনের অনিশ্চয়তা বিরাজ করছিল—এই সরকার কত দিন কার্যক্রম চালাতে পারবে, সেই প্রশ্ন অনেকের মনে ছিল। এই দ্বিধা বিনিয়োগকারীদের মধ্যে একটি উৎসাহের অভাব তৈরি করেছিল। সেই সংশয় কেটে গেছে। এখন পরিষ্কার সময়সীমার ঘোষণার মাধ্যমে এক নতুন দিশা মিলেছে, যা বিনিয়োগকারীদের আস্থার জায়গা তৈরি করবে। এই আত্মবিশ্বাসে নতুন বিনিয়োগের সুযোগের পাশাপাশি দেশের অর্থনীতিতে আরও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে।
বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও জ্যেষ্ঠ অর্থনীতিবিদ ড. মোস্তাফিজুর রহমান বলেন, ‘এটি কোনো রোডম্যাপ নয়, বরং নির্দিষ্ট টাইমলাইন; যা দেশের মানুষকে স্বস্তি দেবে এবং অনিশ্চয়তা কমাবে। অন্তর্বর্তী সরকার এক বছর পর্যন্ত তাদের সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে, যা দেশের জনগণের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাজারে এর স্পষ্ট প্রতিফলন দেখা যাবে।
বিজিএমইএর সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবদুল্লাহ হিল রাকিব বলেন, প্রধান উপদেষ্টার ঘোষণাটি আন্তর্জাতিক বাজারে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, ক্রেতারা প্রায়ই রাজনৈতিক স্থিতিশীলতা সম্পর্কে তথ্য জানতে চায়। এই ঘোষণা একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতিশ্রুতি প্রদর্শন করে, যা আন্তর্জাতিক অংশীদারদের মধ্যে আস্থা তৈরিতে সহায়ক হবে।’