ঢাকাSaturday , 3 April 2021
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

ধ্বংসের মুখে তাড়াশ শিশু পার্কের সবুজ বনায়ন

সময়ের সংবাদ
April 3, 2021 8:48 am
Link Copied!

সিরাজগঞ্জের তাড়াশে শিশু পার্কের পুকুরের ভেতরে চারপাশে গাইড ওয়াল না থাকায় সবুজ বনায়ন ধ্বংস  হতে চলেছে। ইতোমধ্যে অনেক বনজ, ফলদ ও ঔষধি প্রজাতির গাছ পুকুরের মধ্যে পড়ে মরে গেছে।
সরেজমিনে তাড়াশ শিশু পার্কের পুকুরের চারপাশ ঘুরে দেখা যায়, পুকুরের পাড় ঘেষে নারকেল গাছ, তালগাছ ও মেহগনি গাছ পড়ে আছে। বেশিরভাগ গাছ পানিতে পড়ে পঁচে গেছে। কিছু গাছ হেলে পড়েছে। এছাড়াও অনেকগুলি গাছের গোড়ার মাটি সরে শিকড় বেড়িয়ে পড়েছে। যখন-তখন সেসব গাছও পুকুরে পড়ে যেতে পারে।
উপজেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জয়নাল আবেদীন জানিয়েছেন, সরকারি হাঁস মুরগির খামার পরিত্যক্ত অবস্থায় ছিল। সেখানেই শিশু পার্ক নির্মান করা হয়েছে। কিন্তু সবুজ বনায়নের কাজ ঐ সময়েই করা হয়। এখনও শিশু পার্কের পুকুরের চার পাড়ে মাঝারি ও বড় আকৃতির প্রায় সারে ৩০০ মত গাছ রয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী ইউনুছ আলী (৫৮) নামে এক ব্যক্তি জানান, শিশু পার্কের ভেতরে যাতায়াতের প্রধান রাস্তা অনেক আগেই পুকুরের মধ্যে ধ্বসে গেছে। এখন সেই রাস্তার চিহ্নমাত্র নেই। চারপাশ থেকে ১০ থেকে ১২ ফুট করে পাড় পুকুরে বিলীন হয়ে গেছে। এ কারণে চার পাড়ের দুই সারিতে যতগুলো নারকেল গাছ ও তাল গাছ ছিল তা সবই পুকুরে পড়ে পঁচে গেছে।
এই প্রত্যক্ষদর্শী ব্যক্তি আরো জানান, তাড়াশ পৌর শহরের আশপাশে নিরিবিলি বসার মত কোথায় কোন স্থান নেই। তাই বড়রা শিশুদের নিয়ে একটু নির্মল বাতাশের খোঁজে ও শীতল ছাঁয়া পেতে এখানেই আসেন।
তাড়াশ শিশু পার্কের কেয়ারটেকার জাহিদ হাসান বলেন, দ্রæততম সময়ে শিশু পার্কের পুকুরে চারপাশে গাইড ওয়াল করা জরুরি। নয়তো সময়ের সাথে সবকিছু পকুরেই বিলীন হয়ে যাবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. মেজবাউল করিম  বলেন, শিশু পার্কের পুকুরের এক পাড়ে গাইড ওয়াল নির্মাণাধীন। পর্যায়ক্রমে অন্য  পাড়েও গাইড ওয়াল নির্মাণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: