এস.এম জামাল উদ্দিন শামীমঃ
ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার ১১ নভেম্বর দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে স্থানীয় সরকারি নজরুল একাডেমি স্কুল মাঠে সমবেত হয়ে একটি আনন্দ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি নজরুল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে শেষ হয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক বর্তমান ত্রিশাল উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।উপজেলা যুবলীগ সভাপতি জুয়েল সরকারের সভাপতিত্বে,সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক সবুজ,
ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা আওয়ামীলীগ সদস্য ইকবাল হোসেন, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সুয়েল মাহমুদ সুমন,পৌর যুবলীগ সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান নিউটন সহ উপজেলা,পৌর, ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ ।