গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
আসন্ন চৈত্র মাসের প্রথম বৃহস্পতি, শুক্র ও শনিবার তিনদিন ব্যাপী তাড়াশে হযরত শাহ্ শরীফ জিন্দানী (রহঃ) রুহের মাগফিরাত কামনায় বাৎসরিক ওরশ শরীফ ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে এ বছরই প্রথম স্থানীয় জনগণের সাথে সচেতনতা সভা করেছেন তাড়াশ থানা পুলিশ।
কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি মো. আবু ছাইদের সভাপতিত্বে শনিবার সন্ধায় উপজেলার নওগা ইউনিয়নের প্রত্যন্ত সীমান্তবর্তী নওগা বাজারে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান। তিনি পুলিশকে বন্ধু ভেবে প্রয়োজনীয় সহায়তা নেওয়ার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহায়তা দানের অনুরোধ জানান।
এ সময় বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট ইউপি সদস্য মো. নজরুল ইসলাম তরুণ, অবসরপ্রাপ্ত সার্জেন্ট সাবেদ আলী, নওগা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাইফুজ্জামান আলম, সাবেক ইউপি সদস্য আব্দুস ছামাদ, নওগা হাট ও বাজার কমিটির পক্ষে আলহাজ্ব হাসান আলী, সাংবাদিক আলহাজ আলী খন্দকার প্রমুখ।