ঢাকাFriday , 28 April 2017
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

তাড়াশে সিগারেটের ছ্যাঁকা দিয়ে গৃহবধু নির্যাতন

সময়ের সংবাদ
April 28, 2017 1:26 am
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:

সিরাজগঞ্জের তাড়াশে সিগারেটের ছ্যাঁকা দিয়ে খাদিজা নামে এক গৃহধুকে নির্যাতনের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় জোরপূর্বক পাঠিয়ে দেওয়া হয়েছে বাবার বাড়িতে। ঘটনাটি ঘটেছে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের নাড়া তেঘরি গ্রামে।
জানা গেছে, ওই গ্রামের আব্দুস সামাদের ছেলে মো. ইসমাইলের সাথে ২০১২ সালে একই উপজেলার আসানবাড়ি গ্রামের নুরুল ইসলামের মেয়ে খাদিজার বিয়ে হয়। বিয়ের পর থেকে ইসমাইল কারণে অকারণে খাদিজাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। যৌথ পরিবার হওয়ায় মাঝে মধ্যে শশুর-শাশুড়ী ও দেবর-ননদরাও নির্যাতন করে। অসুস্থতার চিকিৎসা না করিয়ে ভূতে ধরা অপবাধ দিয়ে খাদিজাকে কয়েকবার তাড়িয়ে দেওয়া হয় বাবার বাড়িতে।
খাদিজা জানায়, গত মঙ্গলবার রাতে তুচ্ছ বিষয়াদী নিয়ে দু’জনার মধ্যে সামান্য তর্ক শেষে ঘুমিয়ে পড়ি। হঠাৎ শরীরে আগুনের তাপ অনূভব হয়ে চিৎকার দিয়ে উঠি। ততক্ষণে গলার নিচে ও পিঠের পেছনসহ শরীরের বেশকিছু স্থানে সিগারেটের ছ্যাঁকা দিয়ে দেয়। ফোসকা পড়ে রাতভর কাতরাতে থাকি। বুধবার সকাল হতেই জোরপূর্বক বাবার বাড়িতে পাঠিয়ে দেয়।
তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মো. জাহিদ হোসেন জানিয়েছেন, খাদিজাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: