আরিফুল ইসলামঃ
সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) ১৬ রমজান বীর মুক্তিযোদ্ধা ম.ম আমজাদ হোসেন মিলনের জন্মভূমি তাড়াশ উপজেলার মাগুরা বিনোদ গ্রামে তার পরিবারের আয়োজনে নিজস্ব বাসভবনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর আলম লাবু, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, মাগুরা বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান ম্যাগনেট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনিছ প্রধান, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাসান আলী ফা প্রমূখ।
সাবেক সাংসদ সদস্য ম.ম আমজাদ হোসেন মিলন ২০২১ইং সালের ১৮ এপ্রিল ইন্তেকাল করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।