গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তাড়াশে পূর্ব শত্রুতার জের ধরে জোসনা রানী দ্যাসা নামে এক বিধবা আদিবাসীর বসতঘর ভাংচুর করা হয়েছে। অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন তাড়াশ থানা ওসি (তদন্ত) মো. ফজলে আসিক। শুক্রবার উপজেলার নওগাঁ ইউপির নওগাঁ কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মৃত যুগল চন্দ্রের স্ত্রী ভূমিহীন জোসনা রানী দ্যাসা মহিষলুটি-নওগাঁ সড়কের সাথে নওগাঁর কালিবাড়ি এলাকায় ১০ শতক জায়গার ওপর বসতঘর করে দীর্ঘ দিন ধরে বসবাস করছে। ওই জায়গাটুকু দখল নেওয়ার জন্য নওগাঁ কালিবাড়ি গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে প্রভাবশালী নুরুল ইসলাম জুম্মা তাকে উচ্ছেদের পায়তারা করে আসছিল।
শুক্রবার ভোরে জোছনা রাণী দুই ছেলে নিয়ে ঘুমিয়ে ছিল। এ সময় নুরুল ইসলাম জুম্মার হুকুমে মৃত নইমদ্দির ছেলে তারা মিঞাসহ ৩০/৩৫ জনের একটি দল আচমকা তার বসতঘরে হামলা চালায়। হামলায় বসতঘর ভাংচুর করে ছড়িয়ে ছিটিয়ে ফেলে রেখে যায় তারা।
এ দিকে অভিযুক্ত নুরুল ইসলাম জুম্মার সাথে যোগাযোগের চেষ্টা করা হলে স্ব শরীরে বা মোবাইল ফোন কোনভাবেই তাকে খুঁজে পাওয়া যায়নি।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ওসি (তদন্ত) মো. ফজলে আসিক জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তদন্ত পূর্বক শিগগিরই অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।