গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ। এই স্লোগান বাস্তবায়নের লক্ষে তাড়াশে বিদ্যুতের আলোয় আলোকিত করা হয়েছে ১৯ টি প্রত্যন্ত গ্রামের ১৮ হাজার ৭৮ টি পরিবার। এসব গ্রামে বিদ্যুতায়নে সরকারের ব্যয় হয়েছে ছয় কোটি টাকা। বুধবার পল্লী বিদ্যুৎ সমিতি-১ তাড়াশ জোনাল অফিসের উদ্যোগে গ্রাম বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় এর উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলার বারুহাস ইউপির বস্তুল হাইস্কুল মাঠে এই বিদ্যুৎ সরবরাহের শুভ উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের কাছে সুষ্ঠু এবং নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করা হচ্ছে।
বারুহাস ইউপি চেয়ারম্যান মো. মোক্তার হোসেন মুক্তার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তৃতা করেন, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মো. নজরুল হাসান, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার হাসান আহমেদ মজুমদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হক, তাড়াশ জোনাল অফিসের ডি জি এম মো. কামরুজ্জামান প্রমুখ। বিদ্যুতের আলোয় আলোকিত হওয়ায় এ সময় মানুষের মধ্যে আনন্দ আমেজ লক্ষ্য করা যায়।