গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
তালিকাভুক্ত একাধিক মামলার পলাতক আসামি মোরশেদের প্রতারণার শিকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে তাড়াশের বেশ কয়েকটি পরিবার। এসব পরিবার থেকে কৌশলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সে। এ দিকে পুলিশ খুঁজে না পাওয়ায় ক্রোকী পরোয়ানা জারি করেছেন আদালত। মোরশেদ উপজেলার বারুহাস ইউপির পেঙ্গুয়ারি গ্রামের মৃত ফরজ আলী ছেলে।
বিনসাড়া গ্রামের ইদ্রিস আলী জানান, মোরশেদ বস্তুল গ্রামের কুমার দিঘী পুকুর লিজ নিয়ে দেবে বলে তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়ে পালিয়েছে। ধার-দেনার টাকা খোয়া দিয়ে পরিবার পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটছে তার।
তেঘড়ি গ্রামের হেলাল উদ্দিন জানান, মোরশেদ মাছ চাষের সুবাদে তাদের গ্রামে যেত। এ সময় তাকে ব্যবসায় ভাগিদার করার কথা বলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা নেয়। এর কিছুদিন পর থেকেই সে উধাও।
এ প্রসঙ্গে তাড়াশ থানা এএসআই মো. মামুনুর রশিদ জানান, মোরশেদের বিরুদ্ধে আদালত থেকে পৃথক তিনটি মামলার গ্রেফতারি পরোয়ানা ও ক্রোকী পরোয়ানা রয়েছে।