ঢাকাSunday , 16 April 2017
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

তাড়াশে নিরীহ গ্রামবাসীর ওপর প্রভাবশালীর হামলায় আহত ২০

সময়ের সংবাদ
April 16, 2017 9:27 am
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:

সিরাজগঞ্জের তাড়াশে খাস জমি কেন্দ্র করে প্রভাবশালীদের হামলায় নিরীহ গ্রামবাসী ব্যাপক হতাহতের শিকার হয়েছেন। আহতদের মুমূর্ষুবস্থায় উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। প্রভাবশালীদের একজনকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া গ্রামে।
জানা গেছে, ওই গ্রামে সরকারি খাস জমি, পুকুর ও বসতবাড়ির জায়গা নিয়ে বরাত আলীর দুই ছেলে প্রভাবশালী আরিফ ও আলতাব গংয়ের সাথে নিরীহ গ্রামবাসীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন রবিবার সকাল আটটার দিকে গ্রামবাসীর কয়েকজন একটি চায়ের দোকানে বসেছিল। এমন সময় আরিফ ও আলতাব গং অতর্কিতভাবে দেশীয় অস্ত্র স্বস্ত্র নিয়ে তাদের ওপর হামালা চালায়। হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়। এদের মধ্যে গুরত্বর আহত আব্দুল মজিদ (৩৫), মতলেব (৩২), মালেক (৩৩), মিলন (২০), আজাহার (৫৮), আরশেদ (৪০), ইমরান (২০), গরিবুল্লা (৪৮) এবং জামালকে (৩৭) উন্নত চিকিৎসার জন্য ঢাকা, রাজশাহী, বগুড়া ও সিরাজগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের চিকিৎসা নেওয়ার পথেও প্রভাবশালীরা বাধা দেয়। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
কর্তব্যরত চিকিৎসক সজিব রায় জানান, আহতদের বেশিরভাগই গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর রহমান বলেন, পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। প্রভাবশালী আরিফকে আটক করা হয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: