ঢাকাThursday , 3 March 2022
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

তাড়াশে দোকানে আগুন, ১০লক্ষ টাকার ক্ষতি

সময়ের সংবাদ
March 3, 2022 10:44 am
Link Copied!

তাড়াশ(সিরাজগঞ্জ)প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে ৫টি দোকান ও মালামাল পুড়ে প্রায় ১০ লক্ষ টাকা ক্ষতি হয়েছে ব্যবসায়ীদের।

অগ্নিকান্ডটি ঘটেছে বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার সগুনা ইউনিয়নের ধাপতেতুলিয়া বাজারে এ । স্থানীয়রা জানান, বাজারে আগুনের লেলিহান শিখা দেখে আগুন নেভানোর চেষ্টা করলেও পুড়ে যাওয়া দোকানগুলো টিনের বেড়ার হওয়ায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, গ্রামের পুর্ব শত্রুতার জের ধরেই দুর্বত্তরা প্রতিপক্ষের দোকানগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে। এছাড়া একই সময়ে ওই গ্রামের একটি ১২বিঘা জলাশয়ে দুর্বৃত্তদের দেয়া কীটনাশকে প্রায় ১৫ লক্ষ টাকা মাছ মরে ভেসেঁ উঠেছে।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জাহিদুল ইসলাম লাবু জানান, মধ্যরাতে আগুনে লেগে সব নিঃশেষ হয়ে গেছে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। আব্বাস আলীর মুদি দোকান, ইব্রাহিম আলী, খালেক মন্ডল ও ফরহাদ আলীর চায়ের দোকানসহ অন্তত ৫টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকানের ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, আমাদের গ্রামের পুর্ব বিরোধ নিয়ে প্রতিপক্ষদের সাথে বিরোধ চলে আসছে। তাই ধারনা করা হচ্ছে তারাই হয়তো রাতের আধারে আমাদের দোকানঘরগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্রু জানান, তিনি ব্যবসায়ীদের ঘুরে দাঁড়ানোর জন্য সরকারি সহায়তার ব্যবস্থা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: