আরিফুল ইসলামঃ
দেশে বি,এন,পি জামাত জোটের দেশ বিরোধী কর্মকান্ড ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কর্মসূচির অনুযায়ী সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুন) সকালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ খন্দকার’র সভাপতিত্বে দলীয় আওয়ামীলীগের কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাড়াশ বিশ্ববিদ্যালয় কলেজ গেটের সামনে এসে প্রতিবাদ জানায় আওয়ামীলীগের নেতাকর্মীরা।
এ প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক মাসুদ, খলিলুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন খান, সাধারণ সম্পাদক ফরহাদ আলী বিদ্যুৎ, মহিলা আওয়ামীলীগের সভাপতি মনোয়ারা খাতুন মিনি, যুবমহিলালীগের নেত্রী শায়লা পারভিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ প্রমূখ।