গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
লিখতি অভিযোগে বড় মাঝদক্ষিণা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২১ শতক যায়গা মঙ্গলবার অবৈধ্য দখল মুক্ত করেছে সিরাজগঞ্জ তাড়াশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনছুর উদ্দিন। একই সাথে ভোগলমান বাজারের দুই স’মিল মালিক আফছার আলী ও পিযুষ সরকারকে লাইসেন্স না থাকায় পাঁচহাজার টাকা করে, দুইমুদি দোকানী আলামিন ও নাসির উদ্দিনকে মেয়াদ উর্তীন্ন মালামাল পাওয়ায় পাঁচশ’ টাকা করে এবং তাড়াশ বাজারের দুইমুদি দোকানী মজনু ও আলতাবকে ধুমপান ও তামাকজাতদ্রব্য নিয়ত্রণ আইন অমান্য করায় একহাজার টাকা করে ভ্রাম্যমান আদালতে মোট তেরহাজার টাকা জরিমানা করেন তিনি।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মনছুর উদ্দিন জানান, স্কুলের যায়গায় বড় মাঝদক্ষিণা গ্রামের জুয়েল রানা নামের এক ব্যক্তি ঘর উঠালে স্কুল কর্তৃপক্ষের লিখিত অভিযোগে যায়গা পরিমাপ করে অবৈধ্য স্থাপনা সরিয়ে দেয়া হয়েছে। আইন অমান্য করায় ছয়জনকে জরিমানা করা হয়েছে।