ঢাকাSunday , 25 December 2016
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

তাড়াশের পল্লীতে বর্ণিল আয়োজনে বড়দিন উদযাপন

সময়ের সংবাদ
December 25, 2016 11:37 pm
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
ব্যাপক উৎসাহ উদ্দীপনায় সারা বিশ্বের ন্যায় আদিবাসী অধ্যুষিত সিরাজগঞ্জ তাড়াশের গুল্টা খ্রিস্টান মিশনে এক আনন্দময় ও ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এবং বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে পবিত্র বড়দিন উদযাপন করা হয়েছে।
শনিবার রাত নয়টায় খ্রিস্ট জাগের মধ্যে দিয়ে এ আনন্দ উৎসবের শুরু হয়ে রাত বারটা পর্যন্ত কিত্তন গাওয়ার মধ্যে দিয়ে শেষ হয়। এরপর  রোবিবার সকাল দশটায় আবারও খ্রিষ্ট জাগের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে যিশু খ্রিস্টের জন্মদিনের কেক কাটা হয়। এসময় এলাকার খ্রিস্টান, হিন্দু, আদিবাসী ও মুসলিম ধর্মের মানুষ মিলে মিলন মেলায় পরিণত হয়।
তাড়াশে পল্লীর এ অনুষ্ঠানে দিনব্যাপী এলাকার সব ধর্মের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার সাধারণ মানুষ যোগদান করে আনন্দ আমেজে শিক্ত হন। ঢাকা থেকে আগত ফাদার বাপ্পী ক্রুস বড়দিনের এ অনুষ্ঠানটি পুরোহিত করেন বলে জানান, গুল্টা খ্রিস্টান মিশনের ব্রাদার দুলাল গোমেজ।
খ্রিস্ট ধর্মানুসারীরা বিশ্বাস করেন, যিশু ঈশ্বরের পুত্র। দুই হাজারেরও বেশি বছর আগে এই বড়দিনে পৃথিবীকে আলোকিত করে জন্মগ্রহণ করেন খ্রিস্টধর্মের প্রবর্তক যিশুখ্রিস্ট। বেথলেহেমের এক গোয়ালঘরে কুমারী মাতা মেরির কোলে কোন সহবাস ছাড়াই জন্ম হয়েছিল তাঁর।  যার সংস্পর্শে পাপের আবর্তে নিমজ্জিত থাকা মানুষের অন্তরে এনে দেয় শান্তির পরশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: