ঢাকাশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ
আজকের সর্বশেষ সবখবর

টেবিল ল্যাম্পের আলোয় বই পড়া কি ভালো ! অল্প আলোয় ক্ষতি হচ্ছে?

সময়ের সংবাদ
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৭:৫০ পূর্বাহ্ণ
Link Copied!

     জীবন সংবাদ :  যারা বই পড়তে ভালোবাসেন,  তাদের বাড়িতে টেবিল ল্যাম্প  থাকবে এটাই যেন চিরাচরিত নিয়ম। রাতে পড়তে গেলে চারপাশের কারো যাতে অসুবিধা না হয়, তার জন্যই টেবিল ল্যাম্পের আমদানি। এখনো বিভিন্ন হোস্টেল বা মেসে এই টেবিল ল্যাম্প দেখা যায়।

ছাত্রজীবন থেকেই টেবিল ল্যাম্পের নিচে পড়ার অভ্যাস আমাদের অনেকের।

কিন্তু টেবিল ল্যাম্পের নিচে পড়াশোনা করা আদৌ ভালো না খারাপ? 

টেবিল ল্যাম্পের সুবিধা

  • পুরো ঘর আলোকিত না করে শুধু নিজের ডেস্ক বা বইয়ের ওপরই আলো পড়ে। তাই অন্যের চোখে আলো পড়ে না। বইয়ের অক্ষরগুলো স্পষ্ট পড়া যায়টেবিল ল্যাম্প সামান্য জায়গা দখল করে।
  • তেমন ঝামেলাও নেই। ফলে টেবিল ল্যাম্প ব্যবহার করাও সহজ।

    • শুয়ে, বসে, উপুড় হয়ে, যেমন ইচ্ছে তেমন ভাবে বই পড়তে পারেন টেবিল ল্যাম্পের নিচে। মাথার অংশ সেভাবে ঘুরিয়ে নেওয়া যায়।
    • টেবিল ল্যাম্পে এলইডি বাল্ব লাগানো থাকলে বিদ্যুৎ সাশ্রয় হয়। অন্য আলোর থেকে টেবিল ল্যাম্প ব্যবহার করা তাই পছন্দ অনেকের।
    • টেবিল ল্যাম্প আলো-আঁধারির পরিবেশ তৈরি করে। এতে মনোযোগ বাড়ে। আগ্রহ জন্মায় বইয়ের প্রতি।
    অসুবিধা

    • টেবিল ল্যাম্পের আলো সঠিকভাবে না পড়লে বা ছায়ার সৃষ্টি হলে চোখের ওপর চাপ পড়ে। টেবিল ল্যাম্প যদি সঠিক পজিশনে না বসানো যায়, তাহলে অস্বস্তি বাড়তে থাকে।
    • টেবিল ল্যাম্পের আলো যদি উজ্জ্বল না হয় তা পড়ার জন্য উপযুক্ত নয়। এতে চোখের ক্ষতি হয়।
    • টেবিল ল্যাম্পের অবস্থান পাল্টালে পড়ায় বিঘ্ন ঘটে। এতে মনোযোগও কমে, বিরক্ত লাগে। তাই টেবিল ল্যাম্পের আলোয় পড়তে বসার ক্ষেত্রে আলো উপযুক্ত কি না, ল্যাম্প সঠিক অবস্থানে রয়েছে কি না, তা দেখে নেওয়া জরুরি।
    • এই প্রতিবেদনে উল্লিখিত দাবি ও পদ্ধতিগুলো পরামর্শস্বরূপ। আপনার চোখে যদি কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে বলে মনে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন এবং তার পরামর্শ মেনে চলুন।

      সূত্র : এবিপি লাইভ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।