ঢাকাMonday , 27 March 2017
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

জন্মগত প্রতিবন্ধী হয়েও রাশিদার জোটেনি প্রতিবন্ধী ভাতা

সময়ের সংবাদ
March 27, 2017 12:15 am
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:

প্রতিবন্ধিতা আর দারিদ্র্যতার করাল গ্রাসে রাশিদার চলছে দীর্ঘ মানবেতর জীবনযাপন। হাঁটতে না পারায় হাঁটু এবং দুই হাতের ওপর ভর করে চলা ফেরা করতে হয় তার। দিন মজুর বৃদ্ধ বাবা শরীর খাঠিয়ে একবেলা খাবার যোগার করে তো আরেক বেলার কোন নিশ্চয়তা থাকেনা। জন্মগত গুরুতর প্রতিবন্ধী রাশিদা খাতুনের ৩৪ পেরিয়ে গেলেও আজও জোটেনি প্রতিবন্ধী ভাতা। সে তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের বড় কর্ণোঘোষ গ্রামের আব্দুল হামিদের মেয়ে।
মা আছিয়া খাতুন বলেন রাশিদা জন্মগতভাবে বহুবিদ প্রতিবন্ধিতার শিকার। সে স্বাভাবিক হাটা চলা করতে পারেনা, বুদ্ধিতে ছোট শিশুদের মত। পরিবারে তিন মেয়ের মধ্যে রাশিদা বড়। অন্য দুই মেয়েকে বহু কষ্টে বিয়ে দিতে পারলেও আজও শিশুর মতই রাশিদার লালন পালন করতে হয়।
এ সময় তিনি আরো বলেন রাশিদা প্রতিবন্ধিতা নিয়ে জন্মালেও একজন মানুষ। অন্য সব মানুষের মতই তারও খাবার-দাবার, ঔষধ-পত্র, পোশাকাদীসহ দৈনন্দিন জীবনযাপনের যাবতীয় কিছু দরকার হয়। অথচ নিদারুণ অভাবে থাকা পরও প্রতিবন্ধী ভাতা তো দূরের কথা অদ্যাবদি এতটুকো সহযোগিতার হাত কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান বাড়িয়ে দেয়নি। তাইতো সুষ্ঠুভাবে বেঁচে থাকতে রাশিদার প্রতিবন্ধী ভাতার জন্য তার মা আজও দারুণ আশাবাদী।
উপজেলা সমাজসেবা অফিসার মো. আলাউদ্দিন শিগগিরই রাশিদার প্রতিবন্ধী ভাতা কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: