ঢাকাWednesday , 1 February 2017
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

গ্রামীণফোনের রাজস্ব আয় ১১ হাজার ৪৯০ কোটি টাকা

সময়ের সংবাদ
February 1, 2017 7:04 am
Link Copied!

সময়ের সংবাদ: বছরের চতুর্থ প্রান্তিকে দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন ১১ হাজার ৪৯০ কোটি টাকা রাজস্ব আয় করেছে। এই আয়ের পরিমাণ গত বছরের চতুর্থ প্রান্তিকের আয়ের চেয়ে ১২ দশমিক ২ শতাংশ বেশি। বিশেষ করে গ্রামীণফোনে যুক্ত হয়েছে ৮৮ লক্ষ ডাটা গ্রাহক। এর ফলে মোট গ্রাহকের ৪২ দশমিক ৩ শতাংশ ইন্টারনেট সেবা ব্যবহার করছে। নতুন গ্রাহক ও সেবা থেকে আয় বেড়েছে ১২ শতাংশ।
মঙ্গলবার বছরের চতুর্থ প্রান্তিকের আয়-ব্যয়ের হিসাব তুলে ধরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গ্রামীণফোনের সিইও পেটার ফারবার্গ। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন প্রধান অর্থনৈতিক কর্মকর্তা দিলীপ পাল।
পেটার ফারবার্গ বলেন, ২০১৬ ব্যবসায়িক ক্ষেত্রে গ্রামীণফোনের জন্য একটি সার্বিক সাফল্যের বছর। ডাটা রাজস্বের অব্যাহত প্রবৃদ্ধির পাশাপাশি ভয়েস খাতেও প্রবৃদ্ধি হয়েছে। এই বছর আমরা সাফল্যের সঙ্গে বায়োমেট্রিক যাচাই প্রক্রিয়া ও ৯০ শতাংশ সাইটে ৩জি পৌঁছে দিতে পেরেছি। ভবিষ্যতে আমরা এক বছর আগে স্থির করা প্রমাণিত কৌশলগত অগ্রাধিকার নিয়ে কাজ অব্যাহত রাখবে এবং সম্মানিত শেয়ারেহাল্ডারদের জন্য মূল্য সংযোজন করব।
দিলীপ পাল জানান, আয়কর প্রদানের পর ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোনের নিট আয় ৬৪০ কোটি টাকা। ২০১৫ সালের তুলনায় এর পরিমাণ ৫৫ দশমিক ৭ শতাংশ বেশি। বছরের তৃতীয় প্রান্তিকে গ্রামীণফোন টুজি ও থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণে ২২০ কোটি টাকা বিনিয়োগ করেছে। একই সময়ে কর বাবদ সরকারকে ১ হাজার ৩৮০ কোটি টাকা দিয়েছে, যা রাজস্ব আয়ের ৪৬ দশমিক ৮ শতাংশ।
দিলীপ পাল জানান, গ্রামীণফোন দৃঢ় টপ লাইন এবং পরিচলন দক্ষতা উদ্যোগ সমূহের কারণে ১৪.৩% রাজস্ব প্রবৃদ্ধি অর্জন করেছে। ৯.৬% রাজস্ব প্রবৃদ্ধির বিপরীতে বড় ধরনের নেটওয়ার্ক সম্প্রাসারণ সত্বেও পরিচলণ ব্যয় মাত্র ৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২ দশমিক ০ শতাংশ মার্জিন বৃদ্ধিসহ EBITDA (অন্যান্য আইটেমের পূর্বে)  বেড়েছে ১৩ দশমিক ৮ শতাংশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: