ঢাকাSaturday , 25 February 2017
  • অন্যান্য
  1. অন্যান্য
  2. অপরাধ-আদালত
  3. অর্থনীতি
  4. আন্তর্জাতিক
  5. আমাদের পরিবার
  6. আলোচনার শীর্ষে
  7. কবিতা
  8. খেলাধুলা
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. দোয়া প্রার্থনা
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. ভিডিও
  15. মতামত বিশ্লেষণ

কালোবাজারির সময় তাড়াশে ৬৫ বস্তা সার জব্দ

সময়ের সংবাদ
February 25, 2017 1:43 pm
Link Copied!

গোলাম মোস্তফা, নিজস্ব প্রতিবেদক, সময়ের সংবাদ:
কালোবাজারি করার সময় তাড়াশের মান্নাননগর বাজার থেকে ৬৫ বস্তা সার জব্দ করা হয়েছে। একই সাথে জরিত সার ব্যবসায়ীকে ১ দিনের মধ্যে এর কারণ দর্শানোর নোটিশ করেছেন উপজেলা কৃষি অফিস।
জানা যায়, মেসার্স চলনবিল পেট্রোলিয়ামের সত্তাধিকারী তাইবুর রহমান অনুমোদিত রাসায়নিক সার ডিলার দীর্ঘদিন ধরে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের কৃষকদের মাঝে সার বিক্রি না করে পার্শ্ববর্তী চাটমোহর উপজেলার বিভিন্ন হাট-বাজার এবং হান্ডিয়াল বাজারে তুলনামূলক বেশি দামে বিক্রি করে আসছিল। শনিবার দুপুরে অনুরুপভাবে  ৫০ বস্তা কাফ্ফু ইউরিয়া, ১০ বস্তা টিএসপি এবং ৫ বস্তা এমওপি পটাশ চাটমোহরের সমাজ বাজারের সার ব্যবসায়ী শরিফুল মাস্টারের নিকট বিক্রি করলে তিনি লছিমন করে নিয়ে যাওয়ার সময় এক সাংবাদিকের সন্দেহ হলে বিষয়টি তাৎক্ষণিক উপজেলা কৃষি অফিসকে অবগত করেন। এ সময় কৃষি অফিসার সারগুলো জব্দ করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে সার বিক্রেতা তাইবুর রহমান বলেন, আমি সার বিক্রি করি নাই। তবে আমার ম্যানেজার বিক্রি করে থাকতে পারেন। ম্যানেজার আব্দুল আলিম বলেন, মালিকের নির্দেশে আমি এসব সার সমাজ বাজারের শরিফুল মাস্টারের নিকট বিক্রি করেছি।
বিষয়ের পরিপ্রেক্ষিতে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. সাইফুল ইসলাম জানান, তাইবুর রহমানের বিরুদ্ধে এর আগেও বিচ্ছিন্নভাবে নিয়মের বাইরে সার বিক্রির অভিযোগ পাওয়া গেছে। যে কারণে সারগুলো জব্দ করে মাত্র ১ দিনের মধ্যে সার নীতি মালা অনুযায়ী তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। জবার পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
%d bloggers like this: